ধুরন্ধর : প্রথম দিনে আয় ২৭ কোটি টাকা
মুম্বই, ৬ ডিসেম্বর (হি.স.) : রণবীর সিংয়ের বহু প্রতীক্ষিত সিনেমা ধুরন্ধর অবশেষে ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর, এই অ্যাকশন-থ্রিলার সিনেমা বক্স অফিসে দুর্দান্ত ওপেনিং করেছে। সিনেমাটি কেবল রণবীরের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং র
ধুরন্ধর : প্রথম দিনে আয় ২৭ কোটি টাকা


মুম্বই, ৬ ডিসেম্বর (হি.স.) : রণবীর সিংয়ের বহু প্রতীক্ষিত সিনেমা ধুরন্ধর অবশেষে ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর, এই অ্যাকশন-থ্রিলার সিনেমা বক্স অফিসে দুর্দান্ত ওপেনিং করেছে। সিনেমাটি কেবল রণবীরের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং রেকর্ডই করেনি, বরং ২০২৫ সালে প্রথম দিনে সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায়ও নিজের স্থান দখল করেছে।

শনিবার বক্স অফিস সূত্রে জানা গেছে, মুক্তির আগেই ছবিটির অগ্রিম বুকিং বাজারে আলোড়ন সৃষ্টি করেছিল। ধুরন্ধর মুক্তির প্রথম দিনে ভারতে ২৭ কোটি টাকা আয় করেছে। এটি রণবীর সিংয়ের এখন পর্যন্ত সবচেয়ে বড় ওপেনিং সিনেমা হয়ে উঠেছে, যা তার আগের ব্লকবাস্টার পদ্মাবত -কেও ছাড়িয়ে গেছে। আদিত্য ধর পরিচালিত এই সিনেমায় রণবীরের সঙ্গে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না এবং আর. মাধবন অভিনয় করেছেন। ছবিটি দেশব্যাপী প্রায় ১৩,০০০ বার দেখা হয়েছে এবং এর বাজেট প্রায় ২৮০ কোটি টাকা বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande