যাত্রীদের ফ্লাইটের ভাড়ার টাকা দ্রুত ফেরানোর নির্দেশ, মূল্য নিয়েও নির্দেশিকা
নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): ইন্ডিগোর উড়ান বাতিলের ঘটনায় প্রবল সমস্যায় যাত্রীরা। সব যাত্রীদের টাকা ফেরতের প্রক্রিয়ায় যাতে দেরি না হয় তার জন্য ইন্ডিগোকে নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ফ্লাইট নিয়ে সমস্যার মাঝেই, ভাড়া বৃদ্ধি যাতে বেল
যাত্রীদের ফ্লাইটের ভাড়ার টাকা দ্রুত ফেরানোর নির্দেশ, মূল্য নিয়েও নির্দেশিকা


নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): ইন্ডিগোর উড়ান বাতিলের ঘটনায় প্রবল সমস্যায় যাত্রীরা। সব যাত্রীদের টাকা ফেরতের প্রক্রিয়ায় যাতে দেরি না হয় তার জন্য ইন্ডিগোকে নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ফ্লাইট নিয়ে সমস্যার মাঝেই, ভাড়া বৃদ্ধি যাতে বেলাগাম না হয় তার জন্যও হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রক।

এদিকে, ইন্ডিগোর ফ্লাইট বাতিলের ঘটনার পরে দেশজুড়ে অত্যাধিক বেড়ে গিয়েছিল বিমানের টিকিটের দাম। বিভিন্ন সংস্থা যাত্রা শুরু করার ঠিক আগেই শেষ মুহূর্তে টিকিট বুকিং করায় প্রচুর টাকা দাম হাঁকিয়েছিল। এ বার সেই মাত্রাছাড়া দামে লাগাম পরাতে আসরে নামল কেন্দ্র। যাত্রীদের অসহায়তার সুযোগ নিয়ে ইচ্ছেমতো দাম বাড়ানো যাবে না বলে জানিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। বলা হয়েছে, প্রস্তাবিত নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ মিললে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande