গবাদি পশুপালকদের আয় বৃদ্ধি করার লক্ষ্য সরকারের : অমিত শাহ
আহমেদাবাদ, ৬ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ শনিবার ঘোষণা করেছেন, ভারত সরকার দুগ্ধ ক্ষেত্রে একটি বৃত্তাকার অর্থনীতি মডেল বাস্তবায়নের মাধ্যমে আগামী পাঁচ বছরে গবাদি পশুপালকদের আয় বিশ শতাংশ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে
অমিত শাহ


আহমেদাবাদ, ৬ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ শনিবার ঘোষণা করেছেন, ভারত সরকার দুগ্ধ ক্ষেত্রে একটি বৃত্তাকার অর্থনীতি মডেল বাস্তবায়নের মাধ্যমে আগামী পাঁচ বছরে গবাদি পশুপালকদের আয় বিশ শতাংশ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে।

গুজরাটের সানাদারে বনস ডেয়ারির একটি জৈব-সিএনজি এবং সার প্ল্যান্ট উদ্বোধন এবং বনস ডেয়ারির একটি অত্যাধুনিক ১৫০ টিপিডি মিল্ক পাউডার এবং শিশু খাদ্য প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এক জনসভায় ভাষণ দেওয়ার সময় অমিত শাহ এই ঘোষণা করেন।

বনস ডেয়ারির বৃত্তাকার অর্থনীতির সফল বাস্তবায়নের কথা তুলে ধরে, শাহ পুনর্ব্যক্ত করেন, সরকার ভারতের সমস্ত দুগ্ধ খামারে এই মডেলটি তুলে ধরার জন্য কাজ করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande