
কলকাতা, ৬ ডিসেম্বর (হি. স.): ২৪ তম বর্ষে পদার্পণ সায়েন্স সিটি ময়দানে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারের সূচনা হল। শনিবার থেকে আনাগোনা শুরু হয়েছে। পূর্ব ভারতের বৃহত্তম এবং দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য মেলার উদ্বোধনী পর্বে বিধায়ক দেবাশিস কুমার, রাজ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের অতিরিক্ত প্রধান সচিব রাজেশ পাণ্ডে, দ্য বেঙ্গল চেম্বারের সভাপতি অভিজিৎ রায় - সহ বিশিষ্ট প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দ্য বেঙ্গল চেম্বার ও জিএস মার্কেটিং—ওই দুই সংস্থার যৌথ উদ্যোগে আগামী তিন সপ্তাহ ধরে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মহা-বাণিজ্য মেলা।
এবারের মেলাতে গুজরাট ও রাজস্থান - অংশীদার রাজ্য। সহযোগী দেশ - আফগানিস্তান - ঘানা, মধ্যপ্রদেশ - উত্তরপ্রদেশ ফোকাস স্টেট। থাইল্যান্ড ও তিউনিসিয়া ফোকাস কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করেছে। উল্লেখ্য, গতবছর ৮০০টি স্টল ছিল, এই বছরে তা বেড়ে হয়েছে প্রায় ১,০০০। খাদ্য, পোশাক, ইলেকট্রনিক্স, আসবাবপত্র, ছাড়াও রয়েছে হস্তশিল্পের নানান সম্ভার। দেশ - বিদেশের অসংখ্য পণ্যের সমাহারে ইতিমধ্যেই জমে উঠেছে মেলা। আয়োজকদের ও আশা, প্রতিদিনের দর্শনার্থী সংখ্যা গত বছরের তুলনায় চলতি বছরেও আরো বাড়বে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার বলেন, “এই ধরনের বাণিজ্য মেলা যৌথ উদ্যোগ, বিনিয়োগ এবং শিল্পের প্রসারে অত্যন্ত সহায়ক। পশ্চিমবঙ্গে ব্যবসার পরিবেশ উন্নত করার ক্ষেত্রে দ্য বেঙ্গল চেম্বারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” দ্য বেঙ্গল চেম্বারের প্রেসিডেন্ট জানান, “দেশ-বিদেশের তরফেও প্রদর্শকের অংশগ্রহণ এই রাজ্যের সম্ভাবনার পরিচয় দিচ্ছে।”
ক্রেতা-সরবরাহকারীদের মিলনমেলা হয়ে উঠেছে এই ট্রেড ফেয়ার, যা অংশগ্রহণকারী সংস্থাগুলির প্রচার ও বাজার সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে বলেও অভিমত আয়োজকদের।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত