বিশাখাপত্তনম, ৬ ডিসেম্বর (হি.স.): তৃতীয় এক দিবসীয় ম্যাচে ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল ভারত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
06 Dec 2025
কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.) : সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকা। ২৭১ রানের লক্ষ্য ৪০ ওভারেই মধ্যেই ছুঁয়ে ফেলল ভারত হাতে ৯ উইকেট রেখে। আর ভারতের এই জয়ের পেছনে অবদান ছিল ওপেনার জয়সওয়ালের। তিনি অপরাজিত(১১৬) সেঞ্চুরি করেন,..
ব্রিসবেন, ৬ ডিসেম্বর (হি.স.) : ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫১১ রানের বিশাল সংগ্রহ পেল অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেছেন অজি পেসার স্টার্ক। বল হাতেও তিনি নিয়েছিলেন ৬ উইকেট। প্রথম ইনিংসে ৩৩৪ রানে অলআউট হয়েছিল ইংলিশরা। আর ..
ভুবনেশ্বর, ৬ ডিসেম্বর (হি. স.) : বাংলা ও অসম রবিবার অনূর্ধ্ব - ১৬, বিজয় মার্চেন্ট ট্রফিতে প্রথম সাক্ষাৎকারে পরস্পরের মুখোমুখি হবে। ইতিমধ্যেই দলের খেলোয়াড়রা ওডিশা''তে পৌঁছেছে। শনিবার রাজধানী শহর ভুবনেশ্বরে অনুশীলনেই দিনভর ব্যস্ত ছিল বাংলার ক্ষুদেরা..
কলকাতা, ৬ ডিসেম্বর (হি. স.) : আন্তঃ বিশ্ববিদ্যালয়ের টি - ২০ টুর্নামেন্টে শনিবার দুটি খেলা হয়েছে। রবীন্দ্রভারতী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এদিন জিতেছে। প্রথম খেলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দলগত স্কোর - (২০ ওভারে) ৩/১৯২ রান। এর প্রত্যুত্তরে যাদব..
Copyright © 2017-2024. All Rights Reserved Hindusthan Samachar News Agency
Powered by Sangraha