
বিশাখাপত্তনম, ৬ ডিসেম্বর (হি.স.) : শনিবার বিশাখাপত্তনমে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ ভারত ও দক্ষিণ আফ্রিকা খেলতে নামছে। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে এই ওডিআই সিরিজটি এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। কারন তিন ম্যাচের এই সিরিজে দুটি দলই একটি করে ম্যাচ জিতেছে। সুতরাং সিরিজটি এখন ১-১ সমতায় রয়েছে, যার ফলে তৃতীয় ম্যাচটি নির্ণায়ক।
এই গুরুত্বপূর্ণ ম্যাচটি বিশাখাপত্তনমের ডক্টর ওয়াইএস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এর আগে এখানে খেলা ১০টি একদিনের ম্যাচের মধ্যে ভারত ৭টি ম্যাচ জিতেছে, মাত্র ২টি ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ টাই হয়েছে।
টিম ইন্ডিয়া এই মাঠে ২০১৯ সালে শেষ বার একটি ওয়ানডে ম্যাচ জিতেছিল, কিন্তু ২০২৩ সালে অস্ট্রেলিয়া এই মাঠে ভারতকে হারিয়েছে। দক্ষিণ আফ্রিকার এই মাঠে খেলার অভিজ্ঞতা নেই। তারা এখনও এখানে একটিও ওয়ানডে ম্যাচ খেলেনি। তারা ২০১৯ সালে এখানে একটি টেস্ট এবং ২০২২ সালে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারতের বিরুদ্ধে, দুটি ম্যাচেই পরাজিত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি