
মুম্বাই, ৬ ডিসেম্ব (হি.স.): ‘ইন্ডিগো’ সংস্থার একের পর এক বিমান বাতিল। এই পরিস্থিতিতে গোটা দেশের অসামরিক বিমান পরিষেবা বিপর্যস্ত। শনিবার এব্যাপারে কড়া পদক্ষেপ করল কেন্দ্র। ইন্ডিগো সংস্থাকে তারা নির্দেশ দিয়ে জানাল, রবিবার রাত ৮টার মধ্যেই বাতিল হওয়া বিমানের টিকিটের টাকা ফেরাতে হবে যাত্রীদের।
শুক্রবারের পরে শনিবারও একই পরিস্থিতি দেশ জুড়ে। যাত্রীদের ভোগান্তি অব্যাহত। অবস্থা বুঝে ইচ্ছামতো ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে দেশের অন্য বিমান সংস্থাগুলির বিরুদ্ধে। অন্য সংস্থাগুলি যাতে ইচ্ছামতো ভাড়া নিতে না-পারে, সেই নিয়েও তৎপর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। পরিস্থিতি স্বাভাবিক না-হওয়া পর্যন্ত বিমানের ভাড়া বেঁধে দিয়েছে তারা।
বিপাকে পড়ে দিশাহারা অবস্থা যাত্রীদের। বিশেষত যাঁদের চিকিৎসা বা পড়াশোনার জন্য ভিন্রাজ্যে যাওয়ার কথা, তাঁদের অবস্থা শোচনীয়। পরিস্থিতির সুযোগ নিয়ে ইচ্ছামতো ভাড়া হাঁকিয়েছে অন্যা বিমান সংস্থাগুলি।
শুক্রবার সারা দেশে ইন্ডিগো সংস্থার অন্তত এক হাজার বিমান বাতিল হয়েছে। শনিবার সেই সংখ্যাটা কমছে। ইন্ডিগো সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শনিবার রাত পর্যন্ত ৮০০ থেকে ৮৫০টি বিমান বাতিল হয়েছে।
সূত্রের খবর, ইন্ডিগো সংস্থার সিইও পিটার এলবার্সের সঙ্গে যোগাযোগ রাখছে প্রধানমন্ত্রীর দফতর।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত