ইন্ডিগো বিভ্রাটে দেশের বিভিন্ন বিমানবন্দরে ভোগান্তি, একই ছবি কলকাতাতেও
নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): ইন্ডিগোর বিমান বিভ্রাটে দেশের বিভিন্ন রাজ্যে যাত্রী ভোগান্তি চরমে। একই ছবি দেখা গেল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরেও। শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উড়ান বাতিলে
ইন্ডিগো বিভ্রাটে দেশের বিভিন্ন বিমানবন্দরে ভোগান্তি, একই ছবি কলকাতাতেও


নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): ইন্ডিগোর বিমান বিভ্রাটে দেশের বিভিন্ন রাজ্যে যাত্রী ভোগান্তি চরমে। একই ছবি দেখা গেল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরেও। শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উড়ান বাতিলের জেরে ইন্ডিগোর যাত্রীরা চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছেন।

ইন্ডিগোর বিমান বিভ্রাটের জেরে জম্মু বিমানবন্দর ছিল প্রায় শুনশান। শনিবারই হায়দরাবাদ বিমানবন্দরে ৬৯টি ইন্ডিগোর বিমান বাতিল করা হয়েছে, মুম্বই বিমানবন্দরে ইন্ডিগোর বিমান বাতিলের সংখ্যা শতাধিক। বেঙ্গালুরুর কেম্পাগৌড়া বিমানবন্দরেও একই ছবি ধরা পড়েছে। যাত্রী ভোগান্তির ছবি দেখা গিয়েছে দিল্লি বিমানবন্দরেও। দেহরাদূন বিমানবন্দরেও একই অবস্থা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande