আন্তঃ বিশ্ববিদ্যালয়ের টি - ২০ টুর্নামেন্টে সেঞ্চুরি সহ ১৩০ রানে অপরাজিত ভাস্কর রায়
কলকাতা, ৬ ডিসেম্বর (হি. স.) : আন্তঃ বিশ্ববিদ্যালয়ের টি - ২০ টুর্নামেন্টে শনিবার দুটি খেলা হয়েছে। রবীন্দ্রভারতী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এদিন জিতেছে। প্রথম খেলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দলগত স্কোর - (২০ ওভারে) ৩/১৯২ রান। এর প্রত্যুত্তরে যাদব
আন্তঃ বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটে নতুন রেকর্ড


কলকাতা, ৬ ডিসেম্বর (হি. স.) : আন্তঃ বিশ্ববিদ্যালয়ের টি - ২০ টুর্নামেন্টে শনিবার দুটি খেলা হয়েছে। রবীন্দ্রভারতী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এদিন জিতেছে।

প্রথম খেলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দলগত স্কোর - (২০ ওভারে) ৩/১৯২ রান। এর প্রত্যুত্তরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (২০ ওভারে) - ৬/১৫০ রান সংগ্রহ করে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় - ৪২ রানে অনায়াসেই জয়ী। উল্লেখ্য, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর রায় রেকর্ড গড়েছে। এদিন ৬৮ বলে তাঁর ঝুলিতে অপরাজিত ১৩০ রান।

দ্বিতীয় খেলায় টেকনোলজিক্যাল স্টুডেন্টস জিমখানা - (২০ ওভারে) ৮/১৩৯ রান সংগ্রহ করে। এদিকে, এর জবাবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দলগত স্কোর - (১৮.২ ওভারে) ৮/১৪২ রান। কাজেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ২ উইকেটে জয়ী হয়েছে। উল্লেখ্য, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের - এর নবহনীল সাহা ৯ বলে অপরাজিত ২৭ রান করে ও ১৯ রানে একটি উইকেট পেয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande