
কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.) : সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকা। ২৭১ রানের লক্ষ্য ৪০ ওভারেই মধ্যেই ছুঁয়ে ফেলল ভারত হাতে ৯ উইকেট রেখে।
আর ভারতের এই জয়ের পেছনে অবদান ছিল ওপেনার জয়সওয়ালের। তিনি অপরাজিত(১১৬) সেঞ্চুরি করেন, বলতে গেলে একাই দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ভারতকে সিরিজ জিতিয়ে দিলেন।
বিশাখাপত্তনমে শনিবার কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে(১০৬) দক্ষিণ আফ্রিকা করে ২৭০ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে সব্বোর্চ রান এই রান ডি ককেরই। প্রসিদ্ধ এবং কুলদীপ দুজনেই চারটি করে উইকেট পান।
ওয়ানডেতে খেলা দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলি করেছেন ফিফটি। ৭ চার ও ৩ ছক্কায় রোহিত করেছেন ৭৩ বলে ৭৫, ৬ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে অপরাজিত থাকেন ৬৫ কোহলি।
আর সিরিজে সেরা হলেন কোহলি।তিন ম্যাচে তার রান ১৩৫, ১০২ ও অপরাজিত ৬৫। আর ম্যান অব দা ম্যাচ হয়েছেন জয়সওয়াল
এই সিরিজ ভারত ২-১এ জয়ের ফলে টেস্ট সিরিজের হতাশা ভুলে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে। আর এই সিরিজ জয়ের ফলে ঘরের মাঠে সাদা বলের ক্রিকেটে এখনও অপরাজিত থাকল ভারত।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি