
দেওঘর, ৬ ডিসেম্বর (হি.স): কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা শনিবার ঝাড়খণ্ডের দেওঘরে শ্রী বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দিরে প্রার্থনা করেন। যথোচিত ধর্মীয় মর্যাদায় শ্রী বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দিরে পূজার্চনা করার পাশাপাশি গোমাতা সেবাও করেন তিনি। নিজ হাতে গোমাতাকে খাবার খাওয়ার নাড্ডা। পরে তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য প্রার্থনা করেছেন তিনি।
জে পি নাড্ডা বলেন, বাবা বৈদ্যনাথের পবিত্র ভূমিতে আসার সৌভাগ্য আমার হয়েছে এবং আমি এখানকার সমস্ত পুরোহিতদের প্রতি শ্রদ্ধা জানাই। আমার সঙ্গে পবিত্র আচার-অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আমি তাঁদের ধন্যবাদ জানাই। এখানে যে নতুন চেতনা এবং শক্তি পেয়েছি, তা দিয়ে আমি দেশ ও সমাজের সেবা করব এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্যও প্রার্থনা করেছি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা