
নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): ভারত এখন বিশ্বের দ্রুততম এগিয়ে চলা প্রধান অর্থনীতি, এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্বের দ্রুততম ক্রমবর্ধনশীল প্রধান অর্থনীতি। কেউ কেউ ভারতকে বৈশ্বিক প্রবৃদ্ধির ইঞ্জিন বলে; কেউ কেউ ভারতকে বৈশ্বিক শক্তিঘর বলে। এখন ভারত সম্পর্কে অনেক উল্লেখযোগ্য কথা বলা হচ্ছে। কিন্তু এখন ভারতের দ্রুত প্রবৃদ্ধির সঙ্গে, আপনি কি কখনও কোথাও পড়েছেন বা কাউকে 'হিন্দু প্রবৃদ্ধির হার' বলতে শুনেছেন? যখন ভারত বিশ্বের দ্রুততম ক্রমবর্ধনশীল অর্থনীতি, তখন কি কেউ এখন এই শব্দটি ব্যবহার করে? 'হিন্দু প্রবৃদ্ধির হার' শব্দটি তখন ব্যবহৃত হয়েছিল যখন ভারত ২-৩% প্রবৃদ্ধির হারের জন্য লড়াই করছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা