রেলপথে যাত্রী সুরক্ষায় তিনটি পৃথক ঘটনায় দৃষ্টান্ত স্থাপন রেল সুরক্ষা বাহিনীর
কলকাতা, ৬ ডিসেম্বর (হি. স.) : রেলপথে যাত্রী সুরক্ষায় আবারও দৃষ্টান্ত স্থাপন করল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। ডিসেম্বর মাসে তিনটি পৃথক ঘটনাতেই অতি দ্রুত ও চটজলদি তৎপরতায় তিন মহিলাকে উদ্ধার করেছে রেল সুরক্ষা বাহিনীর কর্মীরা। প্রথমত, ব্যান্ডেল
রেলপথে যাত্রী সুরক্ষায় তিনটি পৃথক ঘটনায় দৃষ্টান্ত স্থাপন রেল সুরক্ষা বাহিনীর


কলকাতা, ৬ ডিসেম্বর (হি. স.) : রেলপথে যাত্রী সুরক্ষায় আবারও দৃষ্টান্ত স্থাপন করল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। ডিসেম্বর মাসে তিনটি পৃথক ঘটনাতেই অতি দ্রুত ও চটজলদি তৎপরতায় তিন মহিলাকে উদ্ধার করেছে রেল সুরক্ষা বাহিনীর কর্মীরা। প্রথমত, ব্যান্ডেল স্টেশনে অসুস্থ অবস্থায় এক মহিলাকে দেখতে পেয়েই এগিয়ে যায় আরপিএফ কর্মীরা। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে নিকটবর্তী সরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয়ত, ওই একই দিনে বালিগঞ্জ স্টেশনেও আরেক মহিলাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপরেই সেখানেও আরপিএফ দ্রুত তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। তৃতীয় ঘটনা, সাহেবগঞ্জ রেলস্টেশনে। হঠাৎ প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়েন এক মহিলা যাত্রী। ওই খবর পেয়ে ছুটে আসে আরপিএফ। প্রাথমিক সহায়তায় এবং দ্রুততার সঙ্গে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তিনজন মহিলা পরবর্তী পর্যায়ে চিকিৎসকের তত্ত্বাবধানেই স্থিতিশীল হয়েছেন।

মিশন সেবা-র অধীনে এই ধারাবাহিক উদ্যোগ প্রমাণ করল যে, রেলস্টেশন চত্বরেও বিপদে পড়া যাত্রীদের সুরক্ষায় আরপিএফ সবচেয়ে নির্ভরযোগ্য ভরসা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande