
নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.): দেশের অন্যতম বড় বিমান সংস্থা ইন্ডিগোর বিমান বিভ্রাটে বিগত কয়েকদিন ধরে দুর্ভোগে যাত্রীরা। গন্তব্যে পৌঁছতে পারছেন না যাত্রীরা। বিমানবন্দরে দেখা যাচ্ছে লম্বা লাইন, বাতিক হচ্ছে একের পর এক বিমান। যাত্রীদের বিমানবন্দরে দাঁড়িয়ে কাঁদতেও দেখা গিয়েছে।
এমতাবস্থায় যাত্রীদের সুবিধার্থে এগিয়ে এলে ভারতীয় রেল। বিমান বাতিলের ফলে যাত্রীদের ভোগান্তি কমাতে ভারতীয় রেল ৩৭টি ট্রেনে ১১৬টি অতিরিক্ত কামরার ব্যবস্থ করেছে। দক্ষিণ রেলওয়ে সর্বোচ্চ সংখ্যক ট্রেনের ধারণক্ষমতা বৃদ্ধি করেছে, যার ফলে ১৮টি ট্রেনের ধারণক্ষমতা বৃদ্ধি পেয়েছে। উচ্চ চাহিদা সম্পন্ন রুটগুলিতে অতিরিক্ত চেয়ার কার এবং স্লিপার ক্লাস কামররা ব্যবস্থা করা হয়েছে। ৬ ডিসেম্বর থেকে বাস্তবায়িত এই বর্ধিতকরণ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা