
নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): মহাপরিনির্বাণ দিবসে বাবাসাহেবকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শনিবার মহাপরিনির্বাণ দিবসে ডঃ বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, আজ বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবস। এটা আমাদের সম্মিলিত সৌভাগ্য যে বাবাসাহেব তাঁর পরিনির্বাণের জন্য দিল্লির এই স্থানটি বেছে নিয়েছিলেন। পঞ্চতীর্থকে প্রধানমন্ত্রী মোদী বাবাসাহেবকে উৎসর্গ করেছিলেন। আমরা চাই বাবাসাহেবের পরিনির্বাণস্থলী বিশ্বজুড়ে পরিচিত হোক এবং যারাই ভারত ভ্রমণ করেন, দিল্লি ভ্রমণ করেন তাদের অবশ্যই একবার এখানে আসা উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা