পুলিশি নিরাপত্তায় মোড়া অযোধ্যা ও বারাণসী
অযোধ্যা, ৬ ডিসেম্বর (হি.স.): বাবরি মসজিস ধ্বংসের দিনে উত্তর প্রদেশের অযোধ্যায় কড়া নজরদারি। যে কোনও ধরনের অশান্তি এড়াতে ব্যাপক পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে। সমস্ত গাড়ি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সুপার চক্রপাণি ত্রিপাঠি বলেন, বিভিন্ন স্থানে চে
পুলিশি নিরাপত্তায় মোড়া অযোধ্যা ও বারাণসী


অযোধ্যা, ৬ ডিসেম্বর (হি.স.): বাবরি মসজিস ধ্বংসের দিনে উত্তর প্রদেশের অযোধ্যায় কড়া নজরদারি। যে কোনও ধরনের অশান্তি এড়াতে ব্যাপক পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে। সমস্ত গাড়ি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সুপার চক্রপাণি ত্রিপাঠি বলেন, বিভিন্ন স্থানে চেকিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা সমস্ত হোটেল এবং ধর্মশালাগুলিকে সেখানে অবস্থানরত দর্শনার্থীদের রেকর্ড রাখার জন্য অনুরোধ করেছি, যা আমাদের আধিকারিকরা যাচাই করবেন। নিয়মিত যানবাহন পরীক্ষা করা হচ্ছে। আমাদের দল ঘাট এবং অন্যান্য এলাকায়ও টহল দিচ্ছে। নিরাপত্তা পরীক্ষা এবং নজরদারির পাশাপাশি ভিড় ব্যবস্থাপনার জন্য আলাদা দল রয়েছে। বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে বারাণসীর শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরেও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande