

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): টানা ৪ দিন ধরে বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা। ইতিমধ্যেই এই বিমান সংস্থার উড়ান বাতিলের সংখ্যা হাজার ছাড়িয়েছে। দুর্ভোগ এবং পরিষেবায় বিঘ্নের কারণে বার বার যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ। কেঁদে ভাসাচ্ছেন যাত্রীরা। এরইমধ্যে শনিবার সকালে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, ইন্ডিগোর বিমান চলাচল এখন ধীরে ধীরে পুনরায় শুরু হচ্ছে এবং সংক্ষিপ্ত বিঘ্নের পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। বাড়ি থেকে বের হওয়ার আগে অনুগ্রহ করে আপনার বুকিং এবং বিমানের অবস্থা জেনে নিন।
যদিও, শনিবার দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে ইন্ডিগোর একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে কাঁদতে দেখা যায়। এই বেসরকারি বিমান সংস্থার সিইও পিটার এলবার্স ইতিমধ্যেই দুঃখপ্রকাশ করেছেন। এমতাবস্থায় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক সক্রিয় পদক্ষেপ নিচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা