অনূর্ধ্ব - ১৬, বিজয় মার্চেন্ট ট্রফি এলিটে অসম - বাংলা খেলা
ভুবনেশ্বর, ৬ ডিসেম্বর (হি. স.) : বাংলা ও অসম রবিবার অনূর্ধ্ব - ১৬, বিজয় মার্চেন্ট ট্রফিতে প্রথম সাক্ষাৎকারে পরস্পরের মুখোমুখি হবে। ইতিমধ্যেই দলের খেলোয়াড়রা ওডিশা''তে পৌঁছেছে। শনিবার রাজধানী শহর ভুবনেশ্বরে অনুশীলনেই দিনভর ব্যস্ত ছিল বাংলার ক্ষুদেরা
বিজয় মার্চেন্ট ট্রফিতে বাংলার দল


ভুবনেশ্বর, ৬ ডিসেম্বর (হি. স.) : বাংলা ও অসম রবিবার অনূর্ধ্ব - ১৬, বিজয় মার্চেন্ট ট্রফিতে প্রথম সাক্ষাৎকারে পরস্পরের মুখোমুখি হবে। ইতিমধ্যেই দলের খেলোয়াড়রা ওডিশা'তে পৌঁছেছে। শনিবার রাজধানী শহর ভুবনেশ্বরে অনুশীলনেই দিনভর ব্যস্ত ছিল বাংলার ক্ষুদেরা। বিজয় মার্চেন্ট ট্রফির এলিট পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে। আগামীকাল রবিবার থেকেই যাত্রা শুরু হচ্ছে। কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ক্রিকেট স্টেডিয়ামে খেলা। ভুবনেশ্বরের পাতিয়া এলাকায় অবস্থিত ওই স্টেডিয়ামে এদিন গা - ঘামিয়েছেন বাংলার অনূর্ধ্ব - ১৬ দলটি। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও শনিবার জানানো হয়েছে যে, অসমের সঙ্গে বাংলা এই পর্বে প্রথম মুখোমুখি হতে চলেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande