
লখনউ, ৬ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার মহাপরিনির্বাণ দিবসে লখনউয়ের হযরতগঞ্জে ডঃ ভীমরাও আম্বেদকর মহাসভা অফিস চত্বরে ডঃ বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। বাবাসাহেবের চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মুখ্যমন্ত্রী যোগী এদিন আম্বেদকরকে স্মরণ করে বলেন, এটা আমাদের সৌভাগ্য যে, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে, এখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশজুড়ে এই ধরনের অভিযান চলছে। বাবা সাহেব যখন ভারতের সংবিধান রচনা করেছিলেন, সংবিধানের স্থপতি হিসেবে নিজের দায়িত্ব পালন করেছিলেন, তখন তিনি এর প্রস্তাবনায় তিনটি গুরুত্বপূর্ণ শব্দ অন্তর্ভুক্ত করেছিলেন: ন্যায়বিচার, সাম্য এবং ভ্রাতৃত্ব। যদি আমরা এই তিনটি শব্দ পরীক্ষা করি, তাহলে প্রধানমন্ত্রী মোদী সকলের সমর্থন এবং উন্নয়নের চেতনা নিয়ে নিশ্চিত করেছিলেন, বৈষম্য ছাড়াই যেন প্রকল্পের সুবিধা প্রতিটি দরিদ্র, বঞ্চিত, দলিত, পিছিয়ে পড়া, মহিলা এবং যুবকের কাছে পৌঁছয়। এটি সংবিধানের প্রস্তাবনায় বাবা সাহেব ভারতের জনগণের কাছে যে সাম্য, ন্যায়বিচার এবং ভ্রাতৃত্বের আদর্শ উপস্থাপন করেছিলেন তারই অংশ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা