বর্ডার ২: প্রকাশিত হলো অহন শেঠির প্রথম লুক
মুম্বই, ৯ ডিসেম্বর ( হি. স.): অবশেষে মঙ্গলবার প্রকাশিত হলো বর্ডার ২ ছবির আরও একটি পোস্টার। তবে এবারের পোস্টারে রয়েছে এক বিশেষ চমক । পোষ্টারের সঙ্গে অভিনেতা অহন শেঠির প্রথম লুক এদিন সামাজিক মাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উন
বর্ডার ২: প্রকাশিত হলো অহন শেঠির প্রথম লুক


মুম্বই, ৯ ডিসেম্বর ( হি. স.): অবশেষে মঙ্গলবার প্রকাশিত হলো বর্ডার ২ ছবির আরও একটি পোস্টার। তবে এবারের পোস্টারে রয়েছে এক বিশেষ চমক । পোষ্টারের সঙ্গে অভিনেতা অহন শেঠির প্রথম লুক এদিন সামাজিক মাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা।

টি-সিরিজ এবং জেপি ফিল্মস যৌথভাবে সমাজ মাধ্যমে প্রকাশ করলো ছবির পোস্টার । ছবিতে দেখা যাবে অভিনেতা সানি দেওল, বরুণ ধাওয়ান , দিলজিৎ দোসাঞ্জ , অহন শেঠি, মেধা রানা, মোনা সিং এবং সোনম বাজওয়া। প্রযোজনায় রয়েছেন ভূষণ কুমার, জেপি দত্ত এবং নিধি দত্ত । ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৩ জানুয়ারি, ২০২৬ । ছবির গল্পের পটভূমি মূলত দেশাত্মবোধকে ঘিরেই । ছবিতে অহন শেঠিকে দেখা যাবে নৌসেনার চরিত্রে। রোমাঞ্চকর আবহ এবং টান টান অ্যাকশন দর্শকের মন জয় করবে , এমনটাই আশা রাখছেন পরিচালক ও প্রযোজক মহল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande