
শিলিগুড়ি, ৯ ডিসেম্বর (হি.স.) : শিলিগুড়ির নকশালবাড়িতে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই একটি চারচাকার গাড়ি। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি দুই নম্বর এশিয়ান হাইওয়ের কোয়ার্টার মোড় এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। পাশাপাশি জখম এক শিশু সহ আরও আটজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রসিদ মিয়া । তিনি কোচবিহারের ঘোকসাডাঙার বাসিন্দা। বাকি জখমরাও কোচবিহারের বাসিন্দা। শিলিগুড়ি হয়ে নেপালের একটি ইটভাটায় শ্রমিকের কাজে যাচ্ছিলেন তাঁরা। এদিন ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির কাছাকাছি কোয়ার্টার মোড়ে রাস্তার ধারে গাড়িটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অনুমান করা হচ্ছে যে, গাড়িটি কোনও লরির পেছনে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নীচু জায়গায় পড়ে যায়। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ। এরপর আহতদের উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সকলকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জানা গিয়েছে, জখমদের মধ্যে দু’জন মহিলা এবং একটি চার বছরের শিশু রয়েছে। নকশালবাড়ি থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি