কোচবিহার ট্রফিতে বাংলা ১২৪ রানে এগিয়ে রয়েছে
কল্যাণী, ৯ ডিসেম্বর (হি. স.) : বাংলা কোচবিহার ট্রফিতে গোয়াকে চাপে রাখল। বোলারদের দাপটেই প্রথম ইনিংসে লিড পাওয়ার সম্ভাবনা প্রবল। গ্রুপের শীর্ষে থাকা গোয়াকে চাপে ফেলে দিয়েছে পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা বাংলা দল। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেম
বাংলা ১২৪ রানে এগিয়ে রয়েছে


কল্যাণী, ৯ ডিসেম্বর (হি. স.) : বাংলা কোচবিহার ট্রফিতে গোয়াকে চাপে রাখল। বোলারদের দাপটেই প্রথম ইনিংসে লিড পাওয়ার সম্ভাবনা প্রবল। গ্রুপের শীর্ষে থাকা গোয়াকে চাপে ফেলে দিয়েছে পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা বাংলা দল। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমি গ্রাউন্ডে এই ম্যাচে মঙ্গলবার দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে বাংলার ৩২৫ রানের জবাবে গোয়ার দলগত স্কোর ৬৫ ওভারে ৬ উইকেটে - ২০১ রান। বাংলা ১২৪ রানে এগিয়ে রয়েছে।

উল্লেখ্য, ৯০ ওভারে ৫/২৯৩ রান নিয়ে খেলতে নেমে এদিন বাংলার প্রথম ইনিংস শেষ হয়েছে ১০০.১ ওভারে ৩২৫ রানে। সায়ন পাল - ৪৪, আশুতোষ কুমার - ১২ ও অগস্ত্য শুক্লা - ১১ রান করে আউট হয়। চিগুরুপতি ভেঙ্কট ৫ উইকেট নেন।

এদিকে, গোয়ার হয়ে এখনও অবধি ৪৭ বলে সর্বাধিক ৩৯ রান করেছে অধিনায়ক যশ কাসভাঙ্কর। আরাধ্য গয়াল ৩৬ রানে ও চিগুরুপতি ভেঙ্কট ২৬ রানে অপরাজিত। রোহিত ও রোহিত কুমার দাস ২টি করে এবং শিবম ভারতী ও অগস্ত্য শুক্লা একটি করে উইকেট পেয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande