গোয়ার নাইট ক্লাবে মৃত সুভাষের দেহ ফিরল বাগডোগরায়
শিলিগুড়ি, ৯ ডিসেম্বর (হি. স.) : গোয়ার নাইট ক্লাবে বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু হয় ফাঁসিদেওয়া ব্লকের সুভাষ ছেত্রীর। মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে তাঁর কফিনবন্দি দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। পরিবারের সদস্য ও এলাকার পঞ্চায়েত প্রধা
গোয়ার নাইট ক্লাবে মৃত সুভাষের দেহ ফিরল বাগডোগরায়


শিলিগুড়ি, ৯ ডিসেম্বর (হি. স.) : গোয়ার নাইট ক্লাবে বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু হয় ফাঁসিদেওয়া ব্লকের সুভাষ ছেত্রীর। মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে তাঁর কফিনবন্দি দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা।

পরিবারের সদস্য ও এলাকার পঞ্চায়েত প্রধান, শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাপতি রুমা রেশমি এক্কা সকলেই উপস্থিত ছিলেন বিমানবন্দরে। ২ বছর আগে শেফ হিসেবে গোয়ার নাইট ক্লাবে গিয়েছিলেন সুভাষ। শনিবার বিস্ফোরণের সময় সেখানেই কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে ছেলের মৃত্যু সংবাদ শোনার পর থেকে সুভাষের মা টঙ্কা মায়া ছেত্রী কান্নায় ভেঙে পড়েছেন। সুভাষের দিদি উর্মিলা ছেত্রী বলেন, ‘‘নাইট ক্লাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ক্লাব কর্তৃপক্ষের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের গাফিলতিতেই আমার ভাইকে অকালে হারাতে হল। এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।’

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande