ধুরন্ধর : চতুর্থ দিনে ছবির আয় ২৩ কোটি
মুম্বই , ৯ ডিসেম্বর ( হি. স.): সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত ছবি ধুরন্ধর । ৫ ডিসেম্বর মুক্তির পরই এই ছবি রীতিমতো সাড়া জাগিয়েছে বক্স অফিসে। ছবিটি পরিচালনা করছেন আদিত্য ধর । মঙ্গলবার বক্স অফিসের তরফে জানানো হয
ধুরন্ধর : চতুর্থ দিনে ছবির আয় ২৩ কোটি


মুম্বই , ৯ ডিসেম্বর ( হি. স.): সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত ছবি ধুরন্ধর । ৫ ডিসেম্বর মুক্তির পরই এই ছবি রীতিমতো সাড়া জাগিয়েছে বক্স অফিসে। ছবিটি পরিচালনা করছেন আদিত্য ধর ।

মঙ্গলবার বক্স অফিসের তরফে জানানো হয়েছে, সোমবার অর্থাৎ মুক্তির চতুর্থ দিনে ছবির আয় ২৩ কোটি টাকা । এর আগে প্রথম দিনে ছবির আয় ২৮ কোটি, দ্বিতীয় দিনের আয় ৩২ কোটি এবং তৃতীয় দিনের আয় ৪৩ কোটি টাকা । অর্থাৎ চারদিনে ছবির মোট আয় ১২৬ কোটি টাকা।

উল্লেখ্য , এর আগে রাম-লীলা ছবির মাধ্যমে অভিনয় জীবনে নজির গড়েছিলেন রণবীর। এই ছবিতেও তাঁর অভিনয় মন কেড়েছে দর্শকদের। ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর. মাধবন, অক্ষয় খান্না, কবির বেদী এবং সারা অর্জুন- র মতো কলাকুশলীরা ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande