
হামিরপুর, ৯ ডিসেম্বরে (হি.স.) : উত্তর প্রদেশের হামিরপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান চালক । মৃতের নাম দশরথ (৪০) । তিনি জারখার গ্রামের বাসিন্দা ।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক্টর চালানোর সময় মত্ত অবস্থায় ছিলেন ওই ট্রাক্টর চালক । হঠাৎই তিনি ট্রাক্টর থেকে পড়ে যান । স্টিয়ারিংয়ে আটকে যায় দেহের কিছু অংশ । এরপর ট্রাক্টরের চাকায় একাধিকবার পিষ্ট হন চালক । দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয় দশরথ । এরপর ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান ।
এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। খবর দেওয়া হয় মৃতের পরিবারকে । ঘটনায় শোকাহত মৃতের পরিবারের সদস্যরা। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক