জাপানে প্রত্যাহার সুনামি সতর্কতা, ছন্দে ফিরছে ভূমিকম্পে বিধ্বস্ত জনজীবন
টোকিও, ৯ ডিসেম্বর (হি.স.) : ভূমিকম্পে বিধ্বস্ত জাপানে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। জাপানজুড়ে জারি হয়েছিল সুনামি সতর্কতা। তবে মঙ্গলবার সকালে তা প্রত্যাহার করা হয়েছে। তবে দেশবাসীকে সাবধানে থাকতে নির্দেশ দিয়েছে জাপান প্রশাসন। সোমবার ৭.৬ রিখটার
ভূমিকম্পে বিধ্বস্ত  জাপান


টোকিও, ৯ ডিসেম্বর (হি.স.) : ভূমিকম্পে বিধ্বস্ত জাপানে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। জাপানজুড়ে জারি হয়েছিল সুনামি সতর্কতা। তবে মঙ্গলবার সকালে তা প্রত্যাহার করা হয়েছে। তবে দেশবাসীকে সাবধানে থাকতে নির্দেশ দিয়েছে জাপান প্রশাসন।

সোমবার ৭.৬ রিখটার স্কেলে ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের উত্তর-পূর্ব উপকূল। এর পরই জাপানের আবহাওয়া সংস্থার তরফে হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে সুনামি সতর্কতা জারি করা হয়। সমুদ্রের ঢেউ ১০ ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আবহাওয়া সংস্থা। আতঙ্ক তৈরি হয় গোটা জাপানজুড়ে। উপকূলবর্তী এলাকাগুলি ফাঁকা করতে শুরু করে সেদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভয়াবহ এই ভূমিকম্পের পর বিশেষ সতর্কতা অবলম্বন করা হয় সেদেশের পারমাণবিক কেন্দ্রগুলিতে।

তবে সোমবার রাতের পর থেকে জাপানে নতুন করে কম্পন হয়নি। সমুদ্রে সর্বোচ্চ ২৭ ইঞ্চি পর্যন্ত ঢেউ উঠতে দেখা গিয়েছিল। কম্পনে আহত হয়েছেন অন্তত ৩০ জন, এমনটাই জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। জাপানের উত্তর প্রান্তে বেশ কিছু এলাকায় রেল চলাচল একেবারে বন্ধ রাখা হয়েছে। অধিকাংশ ট্রেনই চলছে দেরি করে। আমজনতাকে স্বস্তি দিয়ে পারমাণবিক কেন্দ্রগুলির তরফে জানানো হয়, সেখানে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কম্পনের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও পরে তা ফিরেছে। তার পরেই প্রত্যাহার হয়েছে সুনামি সতর্কতা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande