
চেন্নাই, ৯ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার চেন্নাই থেকে দুবাই যাওয়া এমিরেটস এয়ারলাইনসের বিমানের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় বিমান রানওয়েতে থামানো হয়। এদিন বিমানটি ভোর ৩:৫০ মিনিটে প্রস্থান করার সময় ত্রুটি নজরে আসে পাইলটের এবং তিনি অবিলম্বে বিমানকে থামান। যা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেছে।
এমিরেটস এয়ারলাইনস জানিয়েছে, বিমান বুধবার পুনঃনির্ধারিত সময়ে উড়াবে। যাত্রীদের নতুন ভ্রমণসূচি জানানো হবে। যাত্রীদের নিরাপদে নামিয়ে হোটেলে নিয়ে আসা হয়েছে। বিমান প্রকৌশলীরা সমস্যা সমাধানের চেষ্টা করেছেন|
চেন্নাই বিমানবন্দরে সম্প্রতি বেশ কয়েকটি বিমান বাতিল বা বিলম্বিত হওয়ায় যাত্রীরা বিপর্যস্ত হয়ে পড়েছেন। এর ফলে বিমান ভাড়া বৃদ্ধিরও শঙ্কা দেখা দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য