বিয়েবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু বাবা ও ছেলের
পুরুলিয়া, ৯ ডিসেম্বর (হি.স.): বিয়েবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু হল বাবা ও ছেলের। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের চাঁদমারিডাঙায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া শহরে এক আত্মীয়ের বিয়ের অন
বিয়েবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু বাবা ও ছেলের


পুরুলিয়া, ৯ ডিসেম্বর (হি.স.): বিয়েবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু হল বাবা ও ছেলের। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের চাঁদমারিডাঙায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া শহরে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে দিনকয়েক আগে মুম্বই থেকে সপরিবার এসেছিলেন কৌশিক বিশ্বাস। মঙ্গলবার দুপুরে পুরুলিয়া শহরের বেলগুমা এলাকায় একটি পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে যান কৌশিকের ছেলে হিমাংশু বিশ্বাস। ছেলেকে বাঁচাতে গিয়ে তলিয়ে যান কৌশিকও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টামনা থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘণ্টা দুয়েকের মধ্যে দু'জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক পরীক্ষা করে জানান বাবা ও ছেলের দুজনেরই মৃত্যু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande