
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): ২০২০-২১ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত পঞ্চদশ অর্থ কমিশন পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েতগুলির জন্য ২১,৬১১ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবর্ষে এ পর্যন্ত ১৯,৬৩৯.৯৯ কোটি টাকা দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে পশ্চিমবঙ্গকে দ্বিতীয় কিস্তির টাকা এখনও দেওয়া হয়নি। কারণ, ২০২৫-২৬ অর্থবর্ষে প্রথম কিস্তির টাকার অনুদান মঞ্জুর সংক্রান্ত শংসাপত্র পেশ করেনি পশ্চিমবঙ্গ সরকার।
পঞ্চদশ কেন্দ্রীয় অর্থ কমিশনের আওতায় বর্ষ-ভিত্তিক খরচের বিস্তারিত তথ্য ই-গ্রাম স্বরাজ পোর্টাল (https://egramswaraj.gov.in) – এ পাওয়া যাবে।
যেহেতু রাজ্য সরকার স্বামিত্ব প্রকল্পে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেনি, তাই পশ্চিমবঙ্গে এই প্রকল্প রূপায়িত করা যায়নি।
মঙ্গলবার লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং।
এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ