
খাজুরাহো, ৯ ডিসেম্বর (হি.স.) খাবারে বিষক্রিয়ার জেরে একটি হোটেলের তিন জন কর্মীর মৃত্যুর অভিযোগ উঠলো। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পাঁচ জন। সোমবার মধ্যপ্রদেশের খাজুরাহো শহরে এই ঘটনা ঘটেছে।
মঙ্গলবার পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ওই হোটেলের কর্মীরা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। আট জন কর্মীকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে তাঁদের গোয়ালিয়রের হাসপাতালে স্থানান্তর করা হয়। অসুস্থ কর্মীদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে বলে এদিন জানানো হয়েছে। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ