
ফতেহাবাদ, ৯ ডিসেম্বর ( হি. স.): লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে মঙ্গলবার হরিয়ানার ফতেহাবাদে পুলিশের হাতে গ্রেফতার দুই প্রতারক । অভিযুক্তদের মধ্যে একজন কৈথলের তিত্রাম থানার অন্তর্গত হরসাউলার বাসিন্দা সুনীল কুমার ওরফে সঞ্জু এবং অপরজন পঞ্চকুলার কালকা রোডের অমরাবতী এনক্লেভের বাসিন্দা রাধাকৃষ্ণ ওরফে রাধু ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বেশ কিছুদিন আগে কানহারির এক বাসিন্দা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ , এক ব্যক্তি তাঁকে পঞ্চকুলার ট্রাইডেন্ট হিলসে জমি দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর থেকে ৭৩ লক্ষ টাকা আত্মসাৎ করে । সময় পেরিয়ে যাওয়ার পরেও কাঙ্খিত জমি না পেয়ে ওই অভিযোগকারী মামলা দায়ের করেন । তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অনুসন্ধান চালাতে শুরু করে।
প্রাথমিক তদন্তের পর উপযুক্ত প্রমাণের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে ওই দুই অভিযুক্তকে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক