হলদিয়া ডক কমপ্লেক্স নভেম্বরে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার পারাপারে রেকর্ড গড়ল
কলকাতা, ৯ ডিসেম্বর (হি.স.): কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, হলদিয়া ডক কমপ্লেক্স নভেম্বর ২০২৫-এ তাদের ইতিহাসে সবচেয়ে বেশি কন্টেইনার পারাপার করেছে। এই মাসে মোট ২১,৬৯১ টিইইউস কন্টেনার ব্যবহৃত হয়েছে। গত বছর অর্থাৎ নভেম্বর ২০২৪-এ যেখানে ১৫,২৩১ টিই
হলদিয়া ডক কমপ্লেক্স নভেম্বরে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার পারাপারে রেকর্ড গড়ল


কলকাতা, ৯ ডিসেম্বর (হি.স.): কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, হলদিয়া ডক কমপ্লেক্স নভেম্বর ২০২৫-এ তাদের ইতিহাসে সবচেয়ে বেশি কন্টেইনার পারাপার করেছে। এই মাসে মোট ২১,৬৯১ টিইইউস কন্টেনার ব্যবহৃত হয়েছে। গত বছর অর্থাৎ নভেম্বর ২০২৪-এ যেখানে ১৫,২৩১ টিইইউস কন্টেনার ব্যবহার করা হয়েছিল, তার তুলনায় এবার ৪৮.৯৭% বেশি বৃদ্ধি হয়েছে। এই সাফল্যটি মূলত উন্নত কর্মপরিকল্পনা, দ্রুত কাজ শেষ করার ক্ষমতা এবং পণ্য ব্যবহারকারী গোষ্ঠীগুলির মধ্যে চমৎকার সমন্বয়ের ফল। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)|

পিআইবি-র তরফে জানানো হয়েছে, ভারতের সামুদ্রিক ইতিহাসের ক্ষেত্রে এটি একটি বিরাট মাইলফলক। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, তার শ্রেষ্ঠত্বের যাত্রায় একটি গৌরবময় নতুন অধ্যায় যুক্ত করল। নভেম্বর ২০২৫-এ পোর্টের কর্মদক্ষতায় এক অসাধারণ উত্থান দেখা গেছে, যা আগের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। এটি দূরদৃষ্টি, কর্মশক্তি এবং একনিষ্ঠতার নিখুঁত মেলবন্ধনের প্রমাণ।

এই নতুন রেকর্ডটি বন্দরের আগের সর্বোচ্চ রেকর্ড, যেমন - জানুয়ারি ২০২৫-এর ২০,১৩৩ টিইইউস এবং সেপ্টেম্বর ২০২৫-এর ২০,৬২৭ টিইইউস-কেও ছাড়িয়ে গিয়েছে। এটি বন্দরের শক্তিশালী উন্নয়নের ধারাকে স্পষ্ট করে তোলে।

এই মাইলফলক সম্পর্কে কথা বলতে গিয়ে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের চেয়ারপার্সন রথেন্দ্র রমন বলেন, “এই ঐতিহাসিক অর্জন আমাদের কর্মীদের অটল নিষ্ঠা এবং হলদিয়া ডক কমপ্লেক্স জুড়ে প্রদর্শিত অসাধারণ গোষ্ঠীগত কাজের প্রতিফলন। এই সাফল্য অর্জনে তাঁর নেতৃত্ব এবং সমন্বয়ের জন্য আমি হলদিয়া ডক কমপ্লেক্সের ডেপুটি চেয়ারপার্সন সম্রাট রাহীকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।”

রথেন্দ্র রমন আরও বলেন, “আমরা আমাদের বাণিজ্য অংশীদার ও অংশীদারদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ, যাদের বিশ্বাস এবং ক্রমাগত সমর্থন আমাদের সংকল্পকে আরও মজবুত করেছে। একসঙ্গে, আমরা আবারও প্রমাণ করেছি যে, হলদিয়া ডক কমপ্লেক্স ভারতের সামুদ্রিক ক্ষেত্রে অগ্রগতি ও উন্নয়নের এক গুরুত্বপূর্ণ অংশীদার।”

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande