মঙ্গলবার প্রথম টি-২০ ম্যাচে ভারত এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে
কটক, ৯ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার বারাবতী স্টেডিয়ামে পাঁচটি টি-২০ প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। চলতি সিরিজে ভারত ওয়ানডে সিরিজ ২-১এ জিতেছে আর দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ২-০তে জিতেছে। এই সিরিজে শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়ার আঘাতের থ
আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে


কটক, ৯ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার বারাবতী স্টেডিয়ামে পাঁচটি টি-২০ প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। চলতি সিরিজে ভারত ওয়ানডে সিরিজ ২-১এ জিতেছে আর দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ২-০তে জিতেছে।

এই সিরিজে শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়ার আঘাতের থেকে ফিরে আসার ফলে ভারত শক্তিশালী হবে,সেই সঙ্গে ভারত আগামী বছর টি-২০ বিশ্বকাপের আগে তাদের দলের সমন্বয়কে আরও উন্নত করার সুযোগ হিসেবে এই সিরিজটি ব্যবহার করতে চাইবে।

মঙ্গলবার ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭:০০ টায়।

প্রথম টি-২০ ম্যাচটি ওড়িশার কটক শহরের বারাবতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-২০ ম্যাচটি দেখা যাবে ভারতের বিভিন্ন স্পোর্টস চ্যানেলে।

দুটি দলের

পূর্ণাঙ্গ স্কোয়াড:

ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেট রক্ষক), সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং, কুলদীপ সিং ।

দক্ষিণ আফ্রিকা: এইডেন মার্করাম (অধিনায়ক), অটনিল বার্টম্যান, করবিন বোশ, ডিওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), টনি ডি জর্জি, ডোনোভান ফেরেরা, রেজা হেনড্রিকস, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, জর্জ লিন্ডে, কোয়ানা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিটিবস, সেন্ট নররিচ, আনরিচ এনগিদি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande