
কটক, ৯ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার কটকের বারাবাতী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা ৭৪ রানে অলআউট হয়ে যায়। এর ফলে ১০১ রানের বিশাল জয় পেল ভারত।
টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের সর্বনিম্ন দলীয় স্কোর এটি। ডিওয়াল্ড ব্রেভিস ১৪ বলে ২২ রান করেন। এটিই সফরকারী দলের সর্বোচ্চ স্কোরার। তিনি ছাড়া আর তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের স্কোর করতে পেরেছিলেন।
জসপ্রীত বুমরাহ দুটি উইকেট নিয়ে দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এই ফর্ম্যাটে ১০০ উইকেট নিলেন।
এর আগে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর ছিল ৮৭ রান, যা ২০২২ সালে রাজকোটে ভারতের বিপক্ষে এসেছিল। দক্ষিণ আফ্রিকা ১০০ রানের আগেই শেষ হয়ে গিয়েছিল।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ১৭৫-৬ (হার্দিক ৫৯, তিলক ২৬)
দক্ষিণ আফ্রিকা: ৭৪ (ব্রেভিস ২২, স্টাবস ১৪, বুমরাহ ২-১৭, অর্শদীপ ২-১৪)
ভারত ১০১ রানে জয়ী।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি