বারাবতী টি–২০’র আগে পুরী জগন্নাথ মন্দিরে ভারতীয় ক্রিকেট দল
ভুবনেশ্বর, ৯ ডিসেম্বর (হি.স.) : প্রথম টি-২০ ম্যাচের আগে পুরীর মন্দিরে ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার সন্ধ্যায় ওড়িশার কটক শহরের বারাবতী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ অভিযান শুরু টিম ইন্ডিয়ার। তার আগে জগন্নাথদেবের আশীর্বাদ গ্রহণ করতে পুরীতে
পুরী জগন্নাথ মন্দির


ভুবনেশ্বর, ৯ ডিসেম্বর (হি.স.) : প্রথম টি-২০ ম্যাচের আগে পুরীর মন্দিরে ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার সন্ধ্যায় ওড়িশার কটক শহরের বারাবতী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ অভিযান শুরু টিম ইন্ডিয়ার। তার আগে জগন্নাথদেবের আশীর্বাদ গ্রহণ করতে পুরীতে উপস্থিত কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদবরা। সঙ্গে ছিলেন তিলক বর্মা।

এদিন সূর্যকুমার মন্দিরে ঢোকার সময় 'জয় জগন্নাথ' ধ্বনি দেন। ভারতীয় দলের সাফল্যের জন্য বিশেষ পুজোও দেওয়া হয় মন্দিরে।

খেলোয়াড়দের আগমনকে কেন্দ্র করে মন্দির চত্বরে ভিড় জমে যায়। নিরাপত্তার ঘেরাটোপে তাদের মন্দিরে প্রবেশ করানো হয়। পুরো এলাকায় ছিল কঠোর নিরাপত্তা। পুরী জেলার পুলিশ সুপার ও জেলা শাসক নিজে তদারকি করেন।

জানা গিয়েছে, গৌতম গম্ভীর ও বিসিসিআই আধিকারিকরা এবং ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আধিকারিকরাও পুজো দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande