পাটের প্যাকেজিং উপাদান নিয়ে তথ্য প্রদান কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রীর
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): সরকার পাটের প্যাকেজিং উপাদান (প্যাকেজিং পণ্যে বাধ্যতামূলক ব্যবহার) আইন ১৯৮৭-তে কোন পণ্যে কতটা পাটের প্যাকেজিং ব্যবহার করা বাধ্যতামূলক তা সুনির্দিষ্ট করে দিয়েছে। ২০২৪-২৫ মরশুমে খাদ্যশস্যের ক্ষেত্রে ১০০ শতাংশ এবং চিনির
পাটের প্যাকেজিং উপাদান নিয়ে তথ্য প্রদান কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রীর


নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): সরকার পাটের প্যাকেজিং উপাদান (প্যাকেজিং পণ্যে বাধ্যতামূলক ব্যবহার) আইন ১৯৮৭-তে কোন পণ্যে কতটা পাটের প্যাকেজিং ব্যবহার করা বাধ্যতামূলক তা সুনির্দিষ্ট করে দিয়েছে। ২০২৪-২৫ মরশুমে খাদ্যশস্যের ক্ষেত্রে ১০০ শতাংশ এবং চিনির ক্ষেত্রে ২০ শতাংশ পাটের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই আইন যথাযথভাবে রূপায়িত হচ্ছে কি না, তার উপর নজর রাখতে সরকার বিভিন্ন সময়ে পরিদর্শন, তল্লাশি, বাজেয়াপ্তকরণ প্রভৃতি ব্যবস্থা গ্রহণ করে। ১৬ জুন, ২০১৫ তারিখে সরকার এই আইনের ৬, ৭ ও ৮ ধারার অধীনে তথ্য ও নমুনা চাওয়ার ক্ষমতা, কোনো পরিসরে প্রবেশ, তল্লাশি ও বাজেয়াপ্তকরণের ক্ষমতা কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন কর্তৃপক্ষকে অর্পণের জন্য একটি নির্দেশিকা জারি করেছে।

লোকসভায় মঙ্গলবার এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মারগারিটা এই তথ্য জানিয়েছেন।

এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande