টাকা দিয়ে ভোট কিনি না, কোচবিহারের জনসভায় মমতা
কোচবিহার, ৯ ডিসেম্বর (হি.স.): আমি বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি, মঙ্গলবার কোচবিহারের রাসমেলা মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভায় অংশ নিয়ে এমনই মন্তব্য করলেন দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে রাসমেলা
টাকা দিয়ে ভোট কিনি না, কোচবিহারের জনসভায় মমতা


কোচবিহার, ৯ ডিসেম্বর (হি.স.): আমি বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি, মঙ্গলবার কোচবিহারের রাসমেলা মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভায় অংশ নিয়ে এমনই মন্তব্য করলেন দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে রাসমেলা মাঠে জনসভায় অংশ নেন তৃণমূল সুপ্রিমো। পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন।

জনসভা থেকে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, আমি বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। কেন্দ্র ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে। আমরা ৫১ হাজার ৬১৭ কোটি টাকা পাইনি। তোমাদের ভিক্ষে আমরা চাই না।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande