জনসভায় এসআইআর নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার
কোচবিহার, ৯ ডিসেম্বর (হি.স.) মঙ্গলবার কোচবিহারের রাসমেলা মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভায় অংশ নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে এদিন বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে কেন্দ্রকে বিঁধেছেন মমতা। এদিন তিনি বলেন, ‘সামনে এসআইআর, পিছনে এনআ
জনসভায় এসআইআর নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার


কোচবিহার, ৯ ডিসেম্বর (হি.স.) মঙ্গলবার কোচবিহারের রাসমেলা মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভায় অংশ নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে এদিন বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে কেন্দ্রকে বিঁধেছেন মমতা। এদিন তিনি বলেন, ‘সামনে এসআইআর, পিছনে এনআরসি। এত খিদে, দুমাসের মধ্যে এত মানুষের নাম বাদ দিতে হবে?’ সভামঞ্চে মমতার মুখে শোনা যায় সোনালি বিবির প্রসঙ্গও। এদেশের নাগরিক হওয়া সত্ত্বেও সোনালিকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। তৃণমূল সরকার তাঁকে ফিরিয়ে এনেছে বলে এদিন দাবি করেন মমতা। কোচবিহারের সভা থেকে বীরভূমের অন্তসত্ত্বা সোনালি বিবির কথা উল্লেখ করে মমতা বলেন, ‘‘ভারতীয় নাগরিক। সব কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁকে বিএসএফ নিয়ে গিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল। তার পরে শুরু হল অত্যাচার। এমনকি খেতে পাইনি। আমরা তাঁকে জেল থেকে ছাড়িয়ে এনেছি।’’

এরাজ্যে কোনও এনআরসি, ডিটেনশন ক্যাম্প হবে না বলেও স্পষ্ট জানান তৃণমূল সুপ্রিমো। মমতার হুঙ্কার, ‘‘যতই চক্রান্ত করো বাংলায় এনআরসি হবে না। আমরা এনআরসি মানি না, মানব না। ডিটেনশন ক্যাম্প হবে না। নিশ্চিন্তে থাকুন। আমি কাউকে বিভেদ করতে দিই না। বাংলাকে ঐক্যবদ্ধ রাখব।’’

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande