কোচবিহার থেকে বিরোধীদের নিশানা মমতার
কোচবিহার, ৯ ডিসেম্বর (হি.স.) : ভোট এগিয়ে আসতেই শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি। সোমবারের পর মঙ্গলবারও কোচবিহারে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেখান থেকেই জনসভা তাঁর। কোচবিহার শহরের রাসমেলা ময়দানে রাজনৈতিক জনসভা তৃণমূল স
কোচবিহার থেকে বিরোধীদের নিশানা মমতার


কোচবিহার, ৯ ডিসেম্বর (হি.স.) : ভোট এগিয়ে আসতেই শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি। সোমবারের পর মঙ্গলবারও কোচবিহারে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেখান থেকেই জনসভা তাঁর। কোচবিহার শহরের রাসমেলা ময়দানে রাজনৈতিক জনসভা তৃণমূল সুপ্রিমোর। এদিন সেখান থেকে বিহার ভোটের প্রসঙ্গ টেনে আক্রমণ শানান মমতা।

মহিলা রোজগার যোজনা নিয়ে তীব্র কটাক্ষের সুরে বললেন, “আমরা যা দেওয়ার আগেই দিই। ভোটের সময় নতুন করে উজ্বলার নামে একমাসের নাটক। নতুন করে চা বাগান খোলার নামে নাটক। নতুন করে কিছু দেওয়ার নামে নাটক। এসব নাটক আমরা বরদাস্ত করি না। আপনারা নির্বাচনের আগে বিহারে লোক দেখিয়ে কী করলেন?” এরপরই লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান তুলে ধরে বলেন, “আগে করে দেখান। তারপরে আমার সঙ্গে লড়াই করতে আসবেন।”

এদিকে, এদিন মঞ্চে উঠেই মমতা তুলোধনা করেন বামেদেরও। বলেন, “ক্ষমতায় আসার পর এক বছর সময় দিতে হয়েছে বামফ্রন্ট সরকারের জঞ্জাল পরিষ্কার করতে। তারপর মাত্র ১৩ বছর হাতে টাইম পেয়ছি।” এরপরই ফের একবার লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রীর মতো নানাবিধ জনমুখী প্রকল্পের খতিয়ান তুলে ধরেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande