
শিমলা, ৯ ডিসেম্বর (হি. স.): হিমাচল জুড়ে শুষ্ক আবহাওয়া| শিমলা, মানালি, কুফরি এবং ডালহৌসি সহ কোনও বড় হিলস্টেশনেই এখনও মরসুমের প্রথম তুষারপাত হয়নি। ফলে তুষারপাতের আশায় পাহাড়ে যাওয়া বহু পর্যটক হতাশ হয়ে ফিরছেন। মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়েছেন, ১৫ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টি বা বরফের সম্ভাবনা নেই।
শুষ্ক আবহাওয়ায় উদ্বেগে কৃষকরাও। শিমলায় আপেল চাষের জন্য বরফ জরুরি। নীচের এলাকায় বৃষ্টি না-হওয়ায় গমের চাষও ব্যাহত হচ্ছে। অথচ তুষারপাত না হলেও শীত ক্রমশ বাড়ছে দ্রুত। লাহৌল-স্পিতির কুকুমসেরিতে ন্যূনতম তাপমাত্রা -৬.১ ডিগ্রি। তাবোতে -৪.৪ ডিগ্রি। মানালিতে ২.৭ ডিগ্রি। শিমলায় ৯ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে বেশি। সমতলের অনেক জায়গাই মঙ্গলবার শিমলার চেয়েও বেশি ঠান্ডা ছিল সুন্দরনগর ৩.১ডিগ্রি, সোলান ৩.৮ডিগ্রি , হামিরপুর ৩.৮ ডিগ্রি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১৩ ডিসেম্বর পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হলেও রাজ্যে তার প্রভাব সীমিত থাকবে। ১৫ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য