পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের গণ-স্মারকলিপি : নির্বাচনের স্বচ্ছতা ও লুটের টাকা ফেরতের দাবি
বাঁকুড়া, ৯ ডিসেম্বর (হি.স.): সমবায় বাঁচাও মঞ্চের পক্ষ থেকে মঙ্গলবার জেলা শাসক ও জেলা সমবায় নিয়ন্ত্রকের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। এতে দাবী করা হয়েছে প্রতিটি সমবায়ে নির্বাচন কার্যকর করা, লুট হওয়া কোটি কোটি টাকা উদ্ধার এবং এ কাজে জড়িতদের
প্রতিটি সমবায় সমিতিতে নির্বাচন ও সমবায়ের লুঠের টাকা উদ্ধার-সহ বিভিন্ন  দাবীতে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের  গণ-ডেপুটেশন


বাঁকুড়া, ৯ ডিসেম্বর (হি.স.): সমবায় বাঁচাও মঞ্চের পক্ষ থেকে মঙ্গলবার জেলা শাসক ও জেলা সমবায় নিয়ন্ত্রকের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। এতে দাবী করা হয়েছে প্রতিটি সমবায়ে নির্বাচন কার্যকর করা, লুট হওয়া কোটি কোটি টাকা উদ্ধার এবং এ কাজে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

সমবায় মঞ্চের প্রতীপ মুখার্জীর বক্তব্য, “কেন্দ্র ও রাজ্য সরকার সমবায়গুলিকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। দীর্ঘদিন ধরে সমবায়ে কোনও নির্বাচন হচ্ছে না, তার বদলে বসানো হচ্ছে কিছু অনুগত আধিকারিক বা শাসক দলের নেতা, যাদের অধিকাংশেরই সমবায়ের সঠিক ধারণা নেই। ফলে কোটি কোটি টাকা লুট হচ্ছে, কৃষকরা ঋণের সমস্যায় জড়াচ্ছে এবং মাইক্রোফিন্যান্স সংস্থাগুলোর অতিরিক্ত শোষণের শিকার হচ্ছে।”

স্মারকলিপি পেশের কর্মসূচি বাঁকুড়া পৌরসভার সামনে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। এরপর মিছিল মাচানতলা চত্বর, জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক ও টেলিফোন ভবনের সামনে দিয়ে কালেক্টরেটের সামনে পৌঁছালে লোহার ব্যারিকেড দিয়ে মিছিলে বাধা দেওয়া হয়। পরে প্রতিনিধিদলের প্রতীপ মুখার্জী, তরুণ রাজ, অসিত শর্মা, লক্ষ্মণ মণ্ডল ও বিশ্বজিৎ সিনহা জেলা শাসকের বরাদ্দকৃত ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande