রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত সিপাহীজলার বাঁশ শিল্পী রঞ্জিত দাস
আগরতলা, ৯ ডিসেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার পূর্ব নলছরের খ্যাতনামা বাঁশ শিল্পী রঞ্জিত দাস জাতীয় স্তরে ত্রিপুরার মান বাড়ালেন। তাঁর অসাধারণ বাঁশের ঝুড়ি ও বাঁশশিল্প নির্মাণের জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন। মঙ্গলবার নয়াদিল্লির বিজ্ঞান ভ
রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ


আগরতলা, ৯ ডিসেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার পূর্ব নলছরের খ্যাতনামা বাঁশ শিল্পী রঞ্জিত দাস জাতীয় স্তরে ত্রিপুরার মান বাড়ালেন। তাঁর অসাধারণ বাঁশের ঝুড়ি ও বাঁশশিল্প নির্মাণের জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন।

মঙ্গলবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সালের জন্য জাতীয় হস্তশিল্প পুরস্কার প্রদান করা হয়। দেশের সমৃদ্ধ হস্তশিল্প ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেই এসব সম্মাননা প্রদান করে কেন্দ্রীয় সরকার।

এবার মোট ১২ জন কারিগর শিল্প গুরু পুরস্কার এবং ৩৬ জন কারিগর জাতীয় পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং সহ বিভিন্ন মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তির পর রঞ্জিত দাস জানান, শৈশবেই বাবার কাছ থেকে এই শিল্প শেখা তাঁর পথচলার ভিত্তি। বর্তমানে তিনি শুধু পরিবারের সাথে উৎপাদিত বাঁশপণ্য বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন না, বরং প্রশিক্ষক হিসেবে নতুন প্রজন্মের কারিগরদেরও দক্ষ করে তুলছেন। তাঁর স্ত্রী স্বামীর এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বহু বছরের কঠোর পরিশ্রমের ফল এটি।

ত্রিপুরার এই অর্জন রাজ্যের সমৃদ্ধ বাঁশশিল্পের খ্যাতিকে আরও সুদৃঢ় করেছে। রঞ্জিত দাসের সাফল্য তরুণ প্রজন্মকে হস্তশিল্পের প্রতি আকৃষ্ট করবে এবং টেকসই জীবিকা গড়ে তুলতে অনুপ্রাণিত করবে বলে আশানব্যক্ত করেছেন অনেকেই।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande