পোর্ট ময়দানে কড়া নিরাপত্তায় টিভিকে সভাপতি বিজয়ের সভা
পুদুচেরি, ৯ ডিসেম্বর ( হি. স. ): পুদুচেরির পোর্ট ময়দানে কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবার জনসভা করলেন টিভিকে সভাপতি বিজয়। ভিড় সামলাতে প্রশাসন আগেই ৫ হাজার কিউআর পাস দেয়। তবুও বহু সমর্থক বিনা পাসে ঢোকার চেষ্টা করায় সাময়িক ধস্তাধস্তির পর শেষমেশ সবা
রাজ্যের মর্যাদা দাবিতে বিজয়ের হুঁশিয়ারি


রাজ্যের মর্যাদা দাবিতে বিজয়ের হুঁশিয়ারি


পুদুচেরি, ৯ ডিসেম্বর ( হি. স. ): পুদুচেরির পোর্ট ময়দানে কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবার জনসভা করলেন টিভিকে সভাপতি বিজয়। ভিড় সামলাতে প্রশাসন আগেই ৫ হাজার কিউআর পাস দেয়। তবুও বহু সমর্থক বিনা পাসে ঢোকার চেষ্টা করায় সাময়িক ধস্তাধস্তির পর শেষমেশ সবার প্রবেশের অনুমতি দেয় পুলিশ।

এদিন সভায় বিজয় বলেন, পুদুচেরির সংস্কৃতি অনন্য, আর এখানকার নিরাপত্তা–সহযোগিতা তামিলনাড়ুর শেখা উচিত। তিনি কেন্দ্রের কাছে পাঠানো ১৬টি অসম্পূর্ণ প্রস্তাবের প্রসঙ্গ তুলে পুদুচেরিকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানান। তাঁর বক্তব্য এতে শিল্প বাড়বে, সস্তা রেশন সুবিধাও চালু করা যাবে। শেষে বিজয় ঘোষণা করেন, “আগামী নির্বাচনে পুদুচেরির মাটিতে টিভিকে’র পতাকা তুলবই।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande