
রোহতক, ৯ ডিসেম্বর (হি.স.): হরিয়ানার রোহতকে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রাক্তন সেনা। মেহম থানার অন্তর্গত বাহলবা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত প্রাক্তন সেনার নাম রাজ সিংহ । পুলিশের অনুমান, সোমবার রাতে রাজ সিংহ বাইকে করে বাড়ি ফিরছিলেন, তখন একটি গাড়ি বিপরীত দিক থেকে এসে তাঁর বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় রাজ সিংহ ঘটনাস্থলেই প্রাণ হারান।
স্থানীয়রা জড়ো হলে ঘাতক গাড়ির চালক গাড়ি ছেড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি চালকের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য