
বিশালগড় (ত্রিপুরা), ৯ ডিসেম্বর (হি.স.) : গকুলনগর এলাকায় জাতীয় সড়কের পাশে ভোরবেলা একটি দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট গাড়ি উদ্ধারকে কেন্দ্র করে তীব্র কৌতূহল ও আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। গাড়িটির যে অবস্থায় উদ্ধার হয়েছে, তা সাধারণ সড়ক দুর্ঘটনা কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
স্থানীয় সূত্রে জানা যায়, লাল রঙের প্রাইভেট গাড়িটি রাস্তার মাথা এলাকার এক পরিত্যক্ত জায়গায় দুমড়ে-মুচড়ে পড়ে ছিল। গাড়ির দরজা-জানালা থেকে শুরু করে বডির প্রায় সব অংশই ক্ষতিগ্রস্ত। এমনকি গাড়ির নম্বর প্লেটও ভাঙা অবস্থায় পাওয়া গেছে। গাড়ির ভেতর ও আশপাশে রক্তের চিহ্নও দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এলাকাবাসীর একাংশের দাবি—রাতের আঁধারে কোনও দুর্বৃত্ত চক্র প্রাণঘাতী হামলা চালিয়েছে। অন্যদের মতে, পাচারকারীদের ধাওয়া খেয়ে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এসবই অনুমান, এখনও কোনও সরকারি তথ্য মেলেনি।
ঘটনাস্থলে ছড়িয়ে পড়েছে আতঙ্কের পরিবেশ। বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে বাড়তে থাকা অপরাধের কারণে রাতে বাইরে বের হওয়া দূরের কথা—এখন দিনের বেলাতেও তারা শঙ্কায় রয়েছেন।
গাড়িটির মালিক কে, তিনি কোথায়, জীবিত আছেন কিনা—এ প্রশ্নগুলি রয়ে গেছে অনুত্তরিত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নেশা বা অবৈধ কার্যকলাপ জড়িত কোনও চক্রের কারণেই এ ঘটনা ঘটেছে।
এদিকে খবর পেয়ে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির কিছু তথ্য সংগ্রহ করে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলা নাকি দুর্ঘটনা—তা স্পষ্ট হবে পুলিশের তদন্ত রিপোর্টের পর।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ