
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠাই বিজেপির লক্ষ্য, বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গে একটি সাংবাদিক সম্মেলন করে বলেন, পশ্চিমবঙ্গে ভোট চুরি হয় না, বরং ভোট ডাকাতি হয়। আমরা সেই রাজ্যের বাসিন্দা যেখানে ভোট চুরি হয়, যেখানে নির্বাচনের নামে প্রহসন করা হয়, তাই সেই জায়গায় সংস্কার হওয়া উচিত। গণতন্ত্র পুনরুদ্ধার আমাদের প্রধান লক্ষ্য। একই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন এবং জনগণ তাকে মেনে নিয়েছিল। এখন জনগণ তাকে ছেড়ে চলে যাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা