
তুরিন, ৯ ডিসেম্বর (হি.স.) : প্রতিপক্ষের মাঠে সোমবার রাতে সেরি আর ম্যাচটি ৩-২ গোলে জিতেছে মিলান তোরিনোর বিপক্ষে।
তোরিনোর বিপক্ষে ২০ মিনিটের মধ্যে দুই গোল হজমের পর, ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে শীর্ষে ফিরল এসি মিলান।
বদলি নেমে জোড়া গোল করে এসি মিলানের জয়ের নায়ক ক্রিস্টিয়ান পুলিসিক। আর একটি গোল করেন আদ্রিওঁ রাবিও।
তোরিনোর হয়ে গোল দুটি করেন নিকোলা ভ্লাসিচ ও দুভান জাপাতা।
লিগে টানা তৃতীয় জয়ে এসি মিলানের পয়েন্ট হল ১৪ ম্যাচে ৩১। সমান পয়েন্ট নিয়ে রবিবার শীর্ষে উঠেছিল নাপোলি, গোল ব্যবধানে তাদের পেছনে ফেলল এসি মিলান।
আর শনিবার নিজেদের ম্যাচে জিতে শীর্ষে উঠেছিল ইন্টার মিলান। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে এখন তারা আছে তৃতীয় স্থানে।
তবে লিগ টেবিলের শীর্ষ তিন দলের মধ্যে ব্যবধান মাএ এক পয়েন্টের।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি