
কলকাতা, ৯ ডিসেম্বর (হি.স.): এসআইআর-এর ফর্ম ফিলআপ সংক্রান্ত নানা সমস্যা, নানা প্রশ্ন ছিল কলকাতার সোনাগাছির যৌনকর্মীদের। সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল-সহ রাজ্যের সিইও দফতরের উচ্চপদস্থ কর্তারা। ভোটারদের নানা প্রশ্নের জবাব দেন তাঁরা।
যৌনকর্মীরা জানান, অনেকের ক্ষেত্রেই, যাঁদের সন্তানের বয়স ১৮ বছরের বেশি এবং যাঁরা এনুমারেশন ফর্ম পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে বাবার নাম দেওয়ার সময় সমস্যা হচ্ছে। রাজ্যের সিইও আশ্বস্ত করেন, কমিশনের নিজস্ব যে বিশেষ ক্ষমতা রয়েছে, তা এ ক্ষেত্রে কার্যকর হবে। এ ছাড়া, যেহেতু বিশেষ ভাবে কমিশন এই বিষয়টিকে দেখছে, বিষয়টি খতিয়ে দেখাও হবে। সোনাগাছিতে বাস প্রায় সাত হাজার যৌনকর্মীর। এর মধ্যে প্রায় ২১০০ জনের ক্ষেত্রে এনুমারেশন ফর্ম সংক্রান্ত সমস্যা দেখা দেয়। ২০০২-এর লিঙ্কেজের সমস্যা থেকে ফর্ম ফিলআপের সমস্যা, একাধিক সমস্যায় নাজেহাল ছিলেন তাঁরা। এই সমস্যার সমাধানেই বিশেষ ক্যাম্পের কথা ভাবে কমিশন। উত্তর সোনাগাছিতে মোট ৩টি শিবিরের আয়োজন করা হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ