বিজাপুরে আত্মসমর্পণ করা নকশালদের নিয়ে লাইব্রেরিতে সফর প্রশাসনের
বিজাপুর, ৯ ডিসেম্বর (হি.স.): বিজাপুরে বন্দুক ছেড়ে নতুন জীবনে ফেরার পথকে আরও দৃঢ় করতে আত্মসমর্পণ করা নকশালদের নিয়ে লাইব্রেরিতে সফর করা হলো প্রশাসনের তরফে| প্রশাসন সূত্রে জানা গেছে, এই অভিজ্ঞতা তাদের ভিতরে স্বাভাবিক জীবনে ফেরার মনোবল তৈরি করবে।
বিজাপুরে আত্মসমর্পিত নকশালদের লাইব্রেরি ভ্রমণ, পুনর্বাসনে প্রশাসনের নতুন পদক্ষেপ


বিজাপুর, ৯ ডিসেম্বর (হি.স.): বিজাপুরে বন্দুক ছেড়ে নতুন জীবনে ফেরার পথকে আরও দৃঢ় করতে আত্মসমর্পণ করা নকশালদের নিয়ে লাইব্রেরিতে সফর করা হলো প্রশাসনের তরফে|

প্রশাসন সূত্রে জানা গেছে, এই অভিজ্ঞতা তাদের ভিতরে স্বাভাবিক জীবনে ফেরার মনোবল তৈরি করবে। পুনর্বাসন কেন্দ্রে ইতিমধ্যেই ট্র্যাক্টর চালনা, সেলাই, পশুপালন, বাগানচর্চা সহ নানান কারিগরি প্রশিক্ষণ চালু করেছে। লক্ষ্য, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা।

প্রশাসনের এক আধিকারিক ও পুনর্বাসন কেন্দ্রের প্রধান লাইব্রেরি–সফরে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে আশ্বাস দিয়েছেন দীর্ঘমেয়াদি সহায়তার।

পুলিশ সুপার ডঃ জিতেন্দ্র যাদব বলেন, “হিংসা নয়, সুযোগই মানুষকে ফেরায়। বিজাপুরে শান্তির ভিত আজ আরও শক্ত হচ্ছে।”প্রশাসনের আশা—সমাজ পাশে দাঁড়ালে এই প্রত্যাবর্তনের পথ আরও দ্রুত, আরও স্থায়ী হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande