পাক সেনাঘাঁটিতে হামলা তেহরিক-ই-তালিবানের, মৃত ৬
ইসলামাবাদ, ৯ ডিসেম্বর (হি. স.) : আফগান সীমান্তে পাক সেনার ঘাঁটিতে হানা দেয় পাকিস্তানে সশস্ত্র বিদ্রোহী সংগঠন তেহরিক-ই-তালিবান। সোমবার রাতে এই হামলায় এখনও পর্যন্ত ছ’জন পাক সেনার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গেছে, সোমবার রাতে পাকিস্তানের উত্তর প
পাক সেনাঘাঁটিতে হামলা তেহরিক-ই-তালিবানের, মৃত ৬


ইসলামাবাদ, ৯ ডিসেম্বর (হি. স.) : আফগান সীমান্তে পাক সেনার ঘাঁটিতে হানা দেয় পাকিস্তানে সশস্ত্র বিদ্রোহী সংগঠন তেহরিক-ই-তালিবান। সোমবার রাতে এই হামলায় এখনও পর্যন্ত ছ’জন পাক সেনার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

জানা গেছে, সোমবার রাতে পাকিস্তানের উত্তর পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় পাক সেনার ঘাঁটিতে অতর্কিতে হামলা চালায় টিটিপি-র সদস্যরা। কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলিবৃষ্টি। পালটা জবাব দেয় পাক বাহিনীও। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াইয়ের পর মৃত্যু হয় ৬ জন পাক জওয়ানের। আহত হয়েছেন আরও চারজন। তবে এই লড়াইয়ে বিদ্রোহীদের কেউ প্রাণ হারিয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande